ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৌনে ৯ লাখ গাড়ি প্রত্যাহার করছে টয়োটা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
পৌনে ৯ লাখ গাড়ি প্রত্যাহার করছে টয়োটা

ঢাকা: এয়ার কন্ডিশন ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় বিশ্ববাজার থেকে ৮ লাখ ৮৫ হাজার গাড়ি ফেরত নিচ্ছে টয়োটা।

জাপানভিত্তিক গাড়ি প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান জানিয়েছে, গাড়ির এয়ারব্যাগ কন্ট্রোল মডিউলের সমস্যা সমাধানের জন্য তারা এসব গাড়ি প্রত্যাহার করছে।

সমস্যার কারণে পানি এয়ারব্যাগের কন্ট্রোল মডিউলে ঢুকে শর্ট-সার্কিট  হতে পারে এবং সতর্ক বাতি জ্বলে উঠতে পারে।

উত্তর আমেরিকা থেকে প্রায় ৮ লাখ ৪৭ হাজার গাড়ি এবং ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে প্রায ৪০ হাজার গাড়ি প্রত্যাহার করবে টয়োটা। ক্যামরি, ক্যামরি হাইব্রিড, অ্যাভালন, অ্যাভালন হাইব্রিড ও ভেঞ্জা মডেলের গাড়িগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে।

কয়েক সপ্তাহের মধ্যে টয়োটার গাড়ি প্রত্যাহারের তৃতীয় বৃহত্তম ঘটনা এটি। গত মাসে যুক্তরাষ্ট্র থেকে রেভ৪ ও লেক্সাস এইচএস ২৫০এইচ মডেলের ৭ লাখ ৮০ হাজার গাড়ি ফেরত নেয় টয়োটা। সেপ্টেম্বরের শুরুতে ৬ লাখ ১৫ হাজার সিনেয়া মিনিভ্যাগ যুক্তরাষ্ট্রের প্রত্যাহার করে নেয়।

এতো সংখ্যক গাড়ি প্রত্যাহার করায় জাপানের টয়োটায় সদরদফতরস্থ এ বহুজাতিক প্রতিষ্ঠানটির সুনমা ক্ষুন্ন হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।