ঢাকা: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে।
চলতি বছর এ প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮ শতাংশে।
সম্প্রতি প্রকাশিত এক চিত্রে এ তথ্য উঠে আসে।
প্রবৃদ্ধি বৃদ্ধির কারণ হিসেবে কারখানার উৎপাদন, স্থানীয় বাজারে খুচরা বিক্রয় ও স্থায়ী বিনিয়োগ বৃদ্ধিকে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সং সেঙ উন নামে এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, এ অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনের নীতিনির্ধারকদের পাশাপাশি অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে স্বস্তির সৃষ্টি করবে।
তবে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে কিনা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, চলতি অর্থবছরের জন্য চীন অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারণ করে ৭ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
জেডএস/জিসিপি