ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দাবানালে পুড়েছে ২শ বর্গমাইল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
অস্ট্রেলিয়ায় দাবানালে পুড়েছে ২শ বর্গমাইল

ঢাকা: অস্ট্রেলিয়ায় ধারাবাহিক দাবানলে ২শ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে শত শত বাড়ি-ঘর।

দাবানলের ঘটনায় একজন নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেসের বনাঞ্চলে জ্বলছে আগুনে। এ আগুনের উচ্চতা প্রায়  ১০০ ফিট। তাপমাত্রা ও বাতাস কমে গেলেও সিডনির বাইরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিউ সাউথ ওয়ালেসজুড়ে প্রায় দুই হাজার অগ্নিনির্বাপণকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদদাতা জানান, অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় ঘটে। কিন্তু এ বছরের প্রথম দিক দাবানল ঘটছে যা বড় ধরনের দাবানলের ইঙ্গিত দিচ্ছে।

নিউ সাউথ ওয়ালেসের রুরাল ফায়ার সার্ভিস কমিশনার রব রজার্স বলেন, কয়েক দশকের চেয়ে আগুনের পরিস্থিতি খুবই ভয়াবহ। হাজার হাজার কিলইমটার এলাকা পুড়ে গেছে যা আমরা নেভাতে চেষ্টা করেছি।

বৃহস্পতিবার আশ্রয় কেন্দ্র রাত কাটিয়েছে শত শত অধিবাসী। অনেকে সকালে ফিরে গেছে তাদের পুড়ে যাওয়া ঘর-বাড়ি দেখতে।

বৃহস্পতিবার নিজের ঘরের আগুন নেভানের চেষ্টা ‍চালানোর সময় হার্ট অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া) বন্ধ হয়ে এক বৃদ্ধ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।