ঢাকা: ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে একটি হেলিকপ্টার। আশপাশের সবকিছু সরিয়ে নেওয়া হচ্ছে।
বিলুপ্তির মুখে পড়া পাখিটির আগমনে বিরক্ত না হয়ে তাকে ওড়ানোর ব্যবস্থা করলেন নাবিকরা। আগন্তুক পাখিটিকে তার ইচ্ছেমতো উড়তে দেওয়ার পরই নিজেদের হেলিকপ্টারে উড়াল দিলেন নাবিকরা।
সামরিক অনুশীলনের অংশ হিসেবে উপসাগরে মহড়া দিচ্ছিল হেলিকপ্টারবাহী এইচএমএস ইলুস্ট্রিয়াস।

পোর্টসমাউথভিত্তিক জাহাজটিতে পাখির হঠাৎ আগমন এবারই প্রথম নয়; গত বছর একটি ইউরেশীয় স্কপস পেঁচা ইয়েমেন উপকূলে থাকার সময় জাহাজটির ক্রেনের নিচে গুটিসুটি মেরে বসে ছিল। নাবিকরা পেঁচাটিকে খাওয়ানোর পর শরীরে শক্তি ফিরে পেলে দুদিন পর উড়ে যায় সেটি।
কয়েকটি দেশের সঙ্গে ব্রিটিশ নৌবাহিনীর যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে এইচএমএস ইলাস্ট্রিয়াস। কুগ্যার ১৩ নামের ওই মহড়া হচ্ছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও আফ্রিকার সিং হিসেবে পরিচিত এলাকায়।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
এসএফআই/এমজেডআর