ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইফোন কিনতে সন্তান বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
আইফোন কিনতে সন্তান বিক্রি

ঢাকা: আইফোনের জন্য শিশু সন্তান বিক্রির অভিযোগে এক চীনা দম্পতি অপরাধমূলক শাস্তি ভোগ করতে যাচ্ছে।

সাংহাই আইনজীবীরা ওই দম্পতির বিরুদ্ধে মানব পাচারের একটি মামলা দায়ের করেছেন বলে চীনের লিবারেশন ডেইলি জানিয়েছে।



পত্রিকাটি জানায়, অনলাইনে তারা তাদের তৃতীয় সন্তানকে বিক্রি করেন।   তবে চীনা ওই দম্পতির নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানান, শিশুটি বিক্রির মাধ্যমে গ্রহণ করা অর্থ দিয়ে আইফোন, দামি স্পোর্টস জুতা ও অন্যান সামগ্রী কিনেন তারা। এসব কাজ তারা অনলাইনের মাধ্যমেই করেন।

তবে সন্তান বিক্রির বিষয়টি পুলিশের কাছে অস্বীকার করেছেন আটক দম্পতি। তারা বলেন, শিশুটির উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এ কাজ করেছেন। কোনো সুবিধা পাওয়ার জন্য নয়।

তাক্ষৎণিকভাবে সাংহাই পুলিশ ও আইনজীবীরা এ বিষয়ে কিছু বলেন নি।

অনলাইনে শিশু বিক্রয়ের মাধ্যমে তারা ঠিক কত অর্থ পেয়েছেন এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনলাইন পোস্ট থেকে পুলিশ ধারণা করছে, এর পরিমাণ হতে পারে পাঁচ হাজার থেকে আট হাজার ডলার।

চীনজুড়ে অ্যাপল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। গত বছর  আইফোন ও আইপ্যাড কিনতে চীনা তরুণ-তরুণি তাদের কিডনি বিক্রি করছে- এমন খবর প্রকাশিত হলে চীনজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
জেডএস/এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।