ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ৬৬

ঢাকা: ইরাকজুড়ে বোমা হামলায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে। এর মধ্যে দেশটির রাজধানী বাগদাদে ধারাবাহিক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪৪ জন ও দেশটির উত্তরে দুটি আত্মঘাতী বোমা হামলায় আরও ২২ জন নিহত হয়েছে।



বৃহস্পতিবার বাগদাদ ও তার আশে পাশে ১১টি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত ও ১২০ জনের বেশি আহত হয়েছে।

উত্তর ইরাকে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়।

সংখ্যালঘু শাবাক সম্প্রদায় অধ্যুষিত মসুলের আল-মুয়াফফাকিয়া আবাসিক এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ১৫ জন নিহত হয় ও আহত হয়েছে ৫০ জন।

তুজ খুরমাতু শহরের একটি রেস্টুরেন্টে পুলিশের পোশাক পড়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চারজন নিহত ও ২৭ জন আহত হয়।

মসুলে এক শাবাক পরিবারের বাড়ির কাছে আরেকটি বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। ওই শহরেই আততায়ীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরেকজন।
পূর্ব মসুলে শাবাক সম্প্রদায়ের ৩০ হাজার মানুষ বসবাস করে। তারা স্বতন্ত্র ভাষায় কথা বলে। শিয়া ইসলাম ও আঞ্চলিক ধারণার সংমিশ্রণে তাদের ধর্মীয় বিশ্বাস গড়ে উঠেছে।   ধারণা করা হচ্ছে, এজন্যই তাদের ওপর হামলা করা হয়েছে।

গত মাসে মসুলের কাছে শাবাক সম্প্রদায়ের একজনের শেষকৃত্যের অনুষ্ঠানে একটি আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।