ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে অস্ত্রবাহী মার্কিন জাহাজের ৩৫ নাবিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
ভারতে অস্ত্রবাহী মার্কিন জাহাজের ৩৫ নাবিক গ্রেফতার

ঢাকা: অনুমতি ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের একটি জাহাজের ৩৫ জন নাবিককে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

দেশটির দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুর উপকূলে আটকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন এমভি সিম্যান গার্ড ওহিও নামের ওই জাহাজটি।

১২ অক্টোবর থেকে আটক রয়েছে জাহাজটি।

গ্রেফতার হওয়া ৩৫ জনের মধ্যে ৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়াও যুক্তরাজ্য, ইউক্রেন ও এস্তোনিয়ার নাগরিকও রয়েছে।

অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ বহনের অভিযোগে নাবিকদের বিরুদ্ধে এরইমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় শিপিং এজেন্টের সহায়তায় অবৈধভাবে ১৫ হাজার লিটার ডিজেল কেনার অপরাধে তাদের বিরুদ্ধে এর আগে প্রয়োজনীয় দ্রব্যাদি আইনে (অ্যাসেনশিয়াল কমোডিটিসি অ্যাক্ট) একটি মামলা হয়েছে।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান আদভান ফোর্ট জানিয়েছে, তাদের জাহাজটি ভারত মহাসাগরে জলদুস্যতাবিরোধী অভিযানে অংশ নিয়েছিল।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহের শেষে তামিলনাড়ু উপকূলে থামলে জাহাজটি আটক করে তারা। তামিলনাড়ু পুলিশের দাবি, তারা জাহাজে অস্ত্র ও গোলাবারুদ দেখতে পেয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। |

সোমবার এক বিবৃতিতে আদভান ফোর্ট জানায়, জ্বালানি নেওয়ার জন্য ও ভারতের পূর্বাঞ্চলে গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাত থেকে নিরাপদে থাকার জন্য তাদের জাহাজকে ভারতে কোস্টাগার্ড ও পুলিশ নৌবন্দরে প্রবেশ করার অনুমতি দেয়। নৌবন্দরের ঢুকতে দেওয়া জাহাজের কর্মকর্তারা ভারতের কোস্টগার্ড ও পুলিশকে ধন্যবাদ জানায়।

জাহাজে থাকা অস্ত্র ও গোলাবারুদ নিবন্ধিত বলে দাবি করেছে আদভান ফোর্ট ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।