ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত

ঢাকা: ইয়েমেনে একটি সামরিক কমান্ড সেন্টারে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত ও ছয়জন আহত হয়েছে।

শুক্রবার দেশটির দক্ষিণে আবইয়ান প্রদেশের আহওয়ার শহরে এ ঘটনা ঘটেছে বলে সামরিক সূত্রে জানা গেছে।



সামরিক কমান্ড সেন্টারের ১১১তম ব্রিগেডকে লক্ষ্য করেই এ হামলা করা হয়েছিলো বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। হামলায় ওই ব্রিগেডের কমান্ডার গুরুতর আহত হয়েছে।

এখন পর্যন্ত কোনো দলই এ হামলার দায় স্বীকার করেনি।

গত মাসে আবইয়ান প্রদেশে একটি বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই আল-কায়েদা সদস্য ও সরকার পক্ষের এক মিলিশিয়া সদস্য নিহত হয়। গত এক বছর ধরে প্রদেশটিতে চরমপন্থীরা নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করে চলেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।