ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাচ্ছে মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাচ্ছে মালালা

ঢাকা: পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী মালালা ইউসুফজাইকে সম্মানসূচক কানাডীয় নাগরিকত্ব দিচ্ছে সে দেশের সরকার। শুক্রবার কানাডীয় সরকারের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ কথা জানায়।



কানাডায় অনারারি ( সম্মানজনক) নাগরিকত্ব পাওয়া ষষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা এই সম্মান পেতে যাচ্ছে। এর আগে রাউল ওয়েনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাইলামা, অং সান সুচি এবং আগা খানকে নাগরিকত্ব প্রদান করেছিল কানাডা।

কানাডা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নারীশিক্ষার প্রচার চালিয়ে মালালা ইউসুফজাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। এটি সত্যি সাহসিকতার ও উদ্দীপনার বিষয়।

২০১২ সালের ৯ অক্টোবর তালেবানের বিপক্ষে গিয়ে নারী শিক্ষা নিয়ে কথা বলার জন্য তাকে গুলি করা হয়। পরে ব্রিটেনে চিকি‍ৎসায় সুস্থ্য হয়ে উঠেন মালালা। এরপর তিনি সারাবিশ্বের নারীদের অধিকার প্রতিষ্ঠায় মডেল হিসেবে পরিচিতি লাভ করে।

গত সপ্তাহে মালালা ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক শাখরভ পুরষ্কারে ভূষিত হয়। এছাড়া তিনি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন ওই একই সপ্তাহে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।