ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদ থেকে নাম প্রত্যাহার করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, অক্টোবর ১৮, ২০১৩
নিরাপত্তা পরিষদ থেকে নাম প্রত্যাহার করছে সৌদি

ঢাকা: জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব। দেশটি জানায়, জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট এই সংস্থাটি বিশ্বের সংঘাত নিরসনে সম্পূর্ণ ব্যর্থ।

নিরাপত্তা পরিষদ পুনর্গঠনেরও দাবি জানায় সৌদি।

প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পর সৌদি আরব এমন সিদ্ধান্তের কথা জানায়। সৌদির সরকারি সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদ সিরিয়া সংকট সমাধানে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কারণেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্রের মাধ্যমে সেদেশের নিরীহ মানুষকে হত্যা করার স্পর্ধা পেয়েছে। এতে আসাদের কোন বিচার বা শাস্তিই হয়নি।

এছাড়া মন্ত্রী দাবি করেন, ফিলিস্তিনি- ইসরায়েল সংঘাত গত কয়েক দশক ধরে চললেও তার কোন সুরাহা করতে পারেনি পরিষদ। তিনি মধ্যপ্রাচ্যেকে মানব বিধ্বংসী অস্ত্র মুক্ত না করার ব্যর্থতার দায়ও চাপান নিরাপত্তা পরিষদের উপর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।