ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম বিমানবন্দর ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম বিমানবন্দর ফিলিপাইনে

ঢাকা: বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম বিমানবন্দরের অবস্থান ফিলিপাইনে। একটি অনলাইন পর্যটন ওয়েবসাইটের জরিপে সবচেয়ে নিকৃষ্টতম বিমানবন্দর হিসেবে ম্যানিলা বিমানবন্দরটির নাম উঠে আসে।



এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম বিমানবন্দর হিসেবে উঠে এলো ফিলিপাইনের প্রধান ম্যানিলা বিমানবন্দরের নাম।

শুক্রবার ‘দ্য গাইড টু স্লিপিং ইন এয়ারপোর্টস’ পর্যটন ওয়েবসাইটটির কর্মকর্তারা জরিপের ফলাফল প্রকাশ করেন। ওয়েসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, সবসময় ভিড় লেগে থাকা ম্যানিলার ১ নম্বর টার্মিনালটি নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকার এক নম্বর স্থান করে নিয়েছে।

বিশ্বের বিমানবন্দরগুলোতে পর্যটকদের যাতায়াত সুবিধা, ভ্রমণের আরাম, পরিচ্ছন্নতা সর্বোপরি গ্রাহকসেবার ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়েছে।  

ওয়েবসাইটে ম্যানিলার বিমানবন্দরটিকে ধ্বংসপ্রাপ্ত বিমানবন্দর বলে উল্লেখ করা হয়েছে। আর বিমানবন্দরের কর্মকর্তা বিশেষ করে ট্যাক্সিচালকদের অসৎ বলা হয়েছে। বিমানবন্দরটি সম্পর্কে আরও বলা হয়েছে, এখান থেকে বিমান ছাড়তে দেরি করে আর এর কর্মকর্তাদের আচরণ অসৌজন্যতাপূর্ণ।

টার্মিনাল-১ এর ব্যবস্থাপক দান্তে বাসান্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘এগুলো সব পুরোনো বিষয়। সরকার ইতিমধ্যেই এসব সমস্যা চিহ্নিত করেছে। ’

টার্মিনালটিতে বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা ৬.৫ মিলিয়ন হলেও ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রীর এখান থেকে যাতায়াত করার বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘গত বছর এখান থেকে ৮.১ মিলিয়ন পর্যটক যাতায়াত করেছে। ’

১ নম্বর টার্মিনালটি অন্য তিনটি টার্মিনালের চেয়ে সবচেয়ে পুরানো। এটি ৩২ বছর আগে নির্মিত হয়েছে।

দেশটির সরকার এ বন্দরটির সংস্কারের জন্য ৫৮ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ভিড় কমানোর জন্য এ বন্দর থেকে অন্য বন্দরে বছরে তিন মিলিয়ন যাত্রী সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।