ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নোবেল নিতে স্টকহোম যাচ্ছেন না মুনরো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
নোবেল নিতে স্টকহোম যাচ্ছেন না মুনরো

ঢাকা: নোবেল নিতে সুইডেনের স্টকহোমে যাচ্ছেন না এ বছর সাহিত্যে নোবেলজয়ী কানাডীয় লেখক এলিস মুনরো। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, স্বাস্থ্য খারাপ হওয়ার কারণেই তিনি পুরস্কার নিতে আসছেন না।



অ্যাকাডেমির সেক্রেটারি পিটার ইংলান্ড জানিয়েছেন, শুক্রবার একটি ই-মেইলে ৮২ বছর বয়সী মুনরো পুরস্কার নিতে আসার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তবে ১০ ডিসেম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার পক্ষে কে উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি।

অ্যাকাডেমি গত সপ্তাহে সুইডেন সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময়: বিকেল ৫টা) সাংবাদিকদের সামনে এ বছর সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে এলিস মুনরোর নাম ঘোষণা করে। একই সাথে তাকে সমকালীন ছোট গল্পের দক্ষ শিল্পী হিসেবে অভিহিত করে।

মুনরো তার সমকালে ছোটগল্পের জন্য বিশ্বব্যাপী নন্দিত। ড্যান্স অব দ্য হ্যাপি শেড, লাইভস অফ গার্লস অ্যান্ড উইমেন, দ্য মুনস অফ জুপিটার, দ্য লাভ অব আ গুড উইমেন প্রভৃতি এলিস মুনরোর বিখ্যাত সাহিত্যকর্ম।

মুনরো ১৯৩১ সালের ১০ জুলাই কানাডার ওন্টারিওর উইংহামে জন্মগ্রহণ করেন। মুনরোর পিতা রবার্ট এরিক লেইডল পোল্ট্রি ফার্মার এবং মা অ্যান ক্লার্ক লেইডল স্কুল শিক্ষক ছিলেন। ২০০৯ সালে মুনরো তার সাহিত্যকর্মের জন্য ম্যান বুকার পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।