কলকাতা: কলকাতা ও দিল্লির বায়ুদূষণ নিয়ে সতর্কীকরণ বার্তা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন (হু)।
ক্যান্সার নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করা হয়।
দিল্লি ছাড়াও ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র সম্পর্কেও একই তথ্য প্রকাশ করেছে ‘হু’।
গবেষণায় জানানো হয়েছে, বায়ু দূষণ ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে একটি অন্যতম কারণ।
২০১০ সালের তথ্য অনুযায়ী, ৫.৫৬ লাখ মানুষ ভারতে ক্যান্সারের কারণে মৃত্যু বরণ করেছেন।
অপরদিকে, ২০১০ সালে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরীক্ষাতেও দিল্লি ও কলকাতার বায়ু দূষণের মাত্রাকে আশঙ্কাজনক বলা হয়েছিল।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বায়ু দূষণকে তামাক সেবন এবং আলট্রা ভায়োলেট রে’ এর মতোই ফুসফুসের ক্যান্সারের কারণ বলে উল্লেখ করেছে।
‘হু’ এর এই তথ্য প্রকাশ হওয়ার পরেই সরকারি এবং বেসরকারি পরিবেশ রক্ষা সংগঠনগুলো নড়ে চড়ে বসেছে।
একই সঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করেছে। সরকারকে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে বলেও মত প্রকাশ করেছে সংগঠনগুলো।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৩
বিএস/এমআইপি/এসএস/এমজেডআর