ঢাকা: লেবাননের নয় বন্দীকে মুক্তি দিলো সিরিয়ার বিদ্রোহী বাহিনী। লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
গত বছরের মে মাসে সিরিয়ার আলেপ্পোতে দেশটির বিদ্রোহী বাহিনী লেবাননের ১১ জন নাগরিককে বন্দী করে।
পরে তারা অবশ্য দুইজনকে মুক্তি দেয়। লেবানিজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই নাগরিকরা তীর্থযাত্রায় ইরান গিয়েছিলেন। ফেরার পথে তাদের আটক করা হয়।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-আত্তিয়াহ শুক্রবার জানান, নিরাপদে ওই বন্দীদের মুক্তির ব্যাপারে তার দেশ সাহায্য করেছে।
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মারওয়ান চার্বেল শুক্রবার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘সিরিয়া আটক থাকা নয় জন এখন তুর্কির পথে রয়েছেন। সেখান থেকে তারা দেশে ফিরবেন। ’
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি একটি বিবৃতিতে বলেন, ‘মুক্তিপ্রাপ্তরা এখন নিরাপদ স্থানে রয়েছেন। তারা লেবাননে ঢোকার জন্য প্রস্তুত রয়েছেন। ’
মিকাতি মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানান। পাশাপাশি যেসব ব্যক্তি ও জাতি তাদের মুক্তি পাওয়ার ব্যাপারে সাহায্য করেছে তাদেরও ধন্যবাদ জানান তিনি।
সিরিয়ার বিদ্রোহীরা ইসলামি জঙ্গিগোষ্ঠি হিজবুল্লাহর সদস্য ভেবে ওই লেবানিজদের বন্দী করেছিলেন। বিদ্রোহী বাহিনীর নর্দান স্টর্ম ব্রিগেডের কমান্ডার আম্মার গত সেপ্টেম্বরে সংবাদ সংস্থা এএফপিকে বলেছিলেন, ‘তারা লেবাননের নাগরিকদের বন্দী করে রেখেছে যাতে হিজবুল্লাহ বাশার বাহিনীকে সহায়তা করা বন্ধ করে দেয়। ’
লেবাননের নাগরিকদের এই মুক্তির ঘটনা গত ৯ আগস্ট বৈরুতে অপহৃত দুই বিমানচালকের মুক্তির সম্ভাবনাকেও বাড়িয়ে তুলেছে। তবে কারা তাদের অপহরণ করেছে তা না জানা গেলেও অজ্ঞাত ওই গ্রুপটি জানিয়েছিলো, লেবাননের ওই নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতেই বিমানচালকদের অপহরণ করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৩
কেএইচকিউ/এডিবি