ঢাকা: ইতালির আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে রাজনীতি থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এই দুই বছরের মধ্যে তিনি সংসদ বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কর ফাঁকির মামলায় শনিবার মিলানের একটি আদালত বারলুসকোনিকে এই শাস্তি প্রদান করেন। তবে এই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সংসদের অনুমতি লাগবে।
যদি বারলুসকোনি সিনেট থেকে বহিষ্কৃত হন, তাহলে তিনি পার্লামেন্টারি ইমিউনিটি হারাবেন। এছাড়া তাকে একবছর বাড়িতে গৃহবন্দি অবস্থায় থাকতে হবে।
৭৭ বছর বয়সী বারলুসকোনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিভিস্বত্ত্ব কেনার চুক্তিতে কর ফাঁকি দিয়েছিলেন। তার প্রতিষ্ঠিত মিডিয়াসেট ইতালির সবচেয়ে বড় সম্প্রচার মাধ্যম।
এর আগে ২৬ অক্টোবর, ২০১২ সালে বারলুসকোনিকে ইতালির মিলানের একটি আদালতে কর ফাঁকিজনিত কারণে চার বছরের জন্য কারাদণ্ড প্রদান করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৩
কেএইচ/জেসিকে