ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ঋণ ১৭ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৩
যুক্তরাষ্ট্রের ঋণ ১৭ ট্রিলিয়ন ডলার

ঢাকা: যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমান ১৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই সপ্তাহান্তে কংগ্রেসে ঋণসীমা বৃদ্ধিতে রিপাবলিকান ও ডেমোক্রাট ঐক্যমত্যে পৌছানোর পর যুক্তরাষ্ট্র ঋণের এই মাইলফলক স্পর্শ করলো।

     

গতকাল যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট সরকারির ঋণের পরিমান ১৭ ট্রিলিয়নের কিছুটা বেশি বলে নিশ্চিত করেছে। আগের চেয়ে এই ঋণ ৩২৯ বিলিয়ন ডলার বেশি।  

নতুন ঋণসীমা চুক্তি অনুযায়ী আগামী ৭ অক্টোবর পর্যন্ত ট্রেজারির সরকারি ব্যয় নির্বাহে প্রয়োজনমতো ঋণ গ্রহণ করতে পারবে। এ পর্যন্ত ওবামা সরকার সাড়ে ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ করেছে।

রিপাবালিকান সিনেটর টেড ক্রুজ এই টুইটার বার্তায় বলেন,  মার্কিন ইতিহাসে আমরা এই প্রথমবারের আমাদের জাতীয় ঋণ ১৭ ট্রিলিয়ন ডলার ছাড়োলো যা অগ্রহণযোগ্য।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, অক্টোবর ১৯, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।