কলকাতা: জম্মু ও কাশ্মীরে চলতি সপ্তাহে পাকিস্তান থেকে বার বার আক্রমণের তীব্র নিন্দা জানালো ভারতীয় জনতা পার্টি(বিজেপি)।
বিজেপির জম্মু ও কাশ্মীর শাখার সদস্যরা এ ঘটনার প্রতিবাদে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
এরপর বিজেপি নেতা যুগল কিশোর শর্মা হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান।
বিগত কয়েক দিনে পাকিস্তান সেনাবাহিনী আর এস পুরা, পারগোয়াল, সাম্বা, হীরানগর এর মতো ১৪ টি ভারতীয় সেনা ছাউনিতে হামলা করে। পাকিস্তানি সেনাদের গুলির নিশানা থেকে বাদ যায়নি সাধারণ নাগরিকরাও।
বিজেপির তরফ থেকে সরকারের সমালোচনা করে নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা জোরদার করার দাবি জানান হয়েছে।
এছাড়াও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের যথাযত ব্যবস্থা করার দাবিও করেছে বিজেপি।
এদিকে এই গুলি-পাল্টা গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে প্রহর গুনছেন গ্রামবাসীরা।
অন্যদিকে পাকিস্তানে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রথম সারির পত্রিকা দ্য ডন।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
এসএফআই/আরআইএস