ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলা পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের গ্রেফতার দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আগরতলা পুর পরিষদের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানাল তৃণমূল কংগ্রেস।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতাকর্মীরা।



তৃণমূল কংগ্রেস নেতা জহর সাহা অভিযোগ করেন, সিপিএমের এ প্রতাপশালী নেতা আগরতলা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সমর চক্রবর্তী নানা ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত। তিনি অর্থ নয়ছয় করছেন পদের অপব্যবহার করে। তাই তার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন এবং তাকে গ্রেফতার করতে হবে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকার আগরতলা শহরের গরিব মানুষের জন্য সস্তায় বিজ্ঞান সন্মত শৌচাগার গড়ে দেবার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে। পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সমর চক্রবর্তী কোনো ধরনের টেন্ডার ছাড়া এসব শৌচাগার নির্মাণের কাজ করাচ্ছেন। আর এইসব কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের।

তৃণমূল নেতা জহর সাহা অভিযোগ করেন, সমর চক্রবর্তী নিজেই বকলমে এসব নির্মাণ কাজ করছেন। যার কারণে সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে। সমর চক্রবর্তী সরকারি অর্থ আত্মসাৎ করছেন বলেও এদিন অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব।

এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেন, হাইকোর্টের কোনো বিচারপতি দিয়ে সমর চক্রবর্তীর ঘটনার তদন্ত করতে হবে। আর অবিলম্বে গ্রেফতার করতে হবে তাকে।

অবশ্য তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের ওপর কোনো মতামত দিতে চান নি সমর চক্রবর্তী।
 
বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।