কলকাতা: মহানগরে নান্দনিকতায় জুড়তে চলেছে একটি নতুন পালক। কলকাতায় তৈরি হতে চলেছে প্রথম “মোম যাদুঘর”।
লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামের মত কলকাতায় এই ধরনের একটি যাদুঘর তৈরির পরিকল্পনা নিয়েছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন(হিডকো)।
কলকাতার রাজারহাট অঞ্চলে ৫ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এই জাদুঘর তৈরি করা হবে। প্রাথমিকভাবে এই জাদুঘরে ১০-১২টি মূর্তি রাখা হবে। এছাড়াও থাকবে একটি ‘মুখোশ বাগান’।
ভারতের বিভিন্ন প্রান্তের মুখোশের সঙ্গে থাকবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা, জাপান, ভুটানসহ ৩৫টি দেশের নানা ধরনের মুখোশের সম্ভার।
‘মোম যাদুঘর’-র বিপরীতে ইকো পার্কে ৬০০ স্কয়ার ফিট জুড়ে এই ‘মুখোশ বাগান’ আগামী ডিসেম্বর মাসের মধ্যে তৈরি হয়ে যাবে বলে হিডকোর তরফে আশা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
ভিএস/ এসএস/এডিবি