ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
সিরিয়ায় বোমায় নিহত ৩০

ঢাকা: সিরিয়ায় আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

রোববার সিরিয়ায় কেন্দ্রস্থল হামা শহরে এই হামলা চালানো হয়।

শনিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৬ সেনা নিহত হওয়ার পর আজ আবার এই হামলার চালানো হলো। দেশটির রাজধানী দামেস্কে সেনাবাহিনীর চেক পয়েন্টের কাছে ওই বোমা হামলা চালানো হয়েছিল।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান একটি মানবাধিকার সংস্থা জানায়, আজকের হামলার লক্ষ্যবস্তুও ছিল সেনাবাহিনী। ঠিক গতকালের মতো আজও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা হয়।

যে স্থানে হামলা হয় সেই হামা শহর ২০১১ সালের মার্চে সিরিয়া জুড়ে  অস্থিরতা শুরু হলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শন করেছিলো। কিন্তু তারপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।