ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালাপিন্ডিতে সম্প্রদায়গত সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়েছে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ কারফিউ অব্যাহত থাকবে।
শুক্রবার আশুরা উপলক্ষে শিয়া মুসলমানরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
শিয়া ও সুন্নিদের সংঘর্ষে ৮ জন নিহত ছাড়াও আহত হয় অনেকে। অনেক দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়।
শহরের রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনী টহলরত রয়েছে এবং রাওয়ালাপিন্ডির প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।
শুক্রবারের সহিংসতার পর যেন আবার নতুন করে সহিংসতা না ছড়ায় তার জন্য কারফিউ জারি করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এসএফআই/আরআইএস