ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সহিংসতা ছড়িয়ে পড়ছে লিবিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
সহিংসতা ছড়িয়ে পড়ছে লিবিয়ায়

ঢাকা: শুক্রবারের সংঘর্ষে ৪৩ জন নিহত হওয়ার জের ধরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে সশস্ত্র দু’টি গ্রুপের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে।

শনিবার রাজধানীর ১৪ কিলোমিটার পূর্বে তাজুরা এলাকায় সরকারসমর্থিত স্থানীয় সশস্ত্র গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী মিসতারা এলাকার একটি গ্রুপের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।



সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার তাজুরা এলাকার বিক্ষোভকারীরা রাজধানী ত্রিপোলিতে মিসতারা বিদ্রোহীদের প্রধান কার্যালয়ের সামনে তাদের রাজধানী ত্যাগ করার দাবি জানিয়ে মিছিল বের করলে গুলিবিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে, গাদ্দাফি পরবর্তী সরকার সাধ্যমত চেষ্টা করেও লিবিয়ার উত্তরাঞ্চলের অনেক এলাকা নিয়ন্ত্রণে নেওয়া মিসরাতা বিদ্রোহীদের দমাতে পারছে না।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী আলী জেইদান তাজুরা এলাকায় নতুন করে সহিংসতার খবর নিশ্চিত করেছেন। একইসঙ্গে সর্বোচ্চ স্থিতিশীলতা বজায় রাখতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেইদান বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং সহিংসতা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার অাশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের উচিত ত্রিপোলি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া।

এদিকে, শুক্রবার নিহত অনেকের অন্ত্যেষ্টিক্রিয়াকে সামনে রেখে রাজধানীর বেশ কিছু এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তল্লাশি কেন্দ্র বসিয়েছে সরকারসমর্থিত তাজুরা গ্রুপ।

এর আগে, শুক্রবার তাজুরা বিদ্রোহীদের বিক্ষোভ মিসতারা বিদ্রোহীদের প্রধান কার্যালয়ের সামনে যাওয়ার পথে ঘারগুর এলাকায় পৌঁছলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে ৪৩ জন নিহত ও ৫০০ জন আহত হয়।

প্রধানমন্ত্রী জেইদান স্থানীয় তাজুরা গ্রুপের বিক্ষোভকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও
মিসতারা গ্রুপের প্রধান তাহের বাশা আঘা সংবাদ মাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা সশস্ত্র ছিল এবং ঘারগুর এলাকায় পৌঁছলেই সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ‍আরব বসন্তের ঝড়ো হাওয়ায় ‘লৌহমানব’ মোয়াম্মার গাদ্দাফির পতনের পর মধ্যপ্রাচ্যের একসময়ের প্রভাবশালী রাষ্ট্রটির আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে।

গত বছর যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে বেনগাজিতে নিযুক্ত মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হয়। এতে সেখানে নিযুক্ত প্রধান কূটনীতিকসহ ৫ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।