ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
চীনে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝিনজিয়াং প্রদেশে পুলিশের একটি স্টেশনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।

ঝিনজিয়াংয়ের আঞ্চলিক সরকারের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার বিকেলে চালানো এই হামলায় অতিরিক্ত দুই পুলিশ সদস্যসহ ৯ হামলাকারী নিহত হয়েছে।



ঝিনজিয়াংয়ের প্রাদেশিক সরকার আরও জানিয়েছে, ঐতিহাসিক কাশগর শহরের কাছে বাচু কাউন্টির সেরিকবুয্য শহরতলী এলাকায় ছুরি ও কুঠার নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

তবে, রোববারও এ হামলার ব্যাপার কোনো মন্তব্য করেনি আঞ্চলিক সরকার ও পুলিশ সদরদপ্তর।

উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত ঝিনজিয়াংয়ে প্রায়ই স্থানীয় উইঘুর সম্প্রদায়ের সঙ্গে মান্দারিন সম্প্রদায়ের লোকদের সংঘর্ষ বাধে। এসব ঘটায় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।