ঢাকা: ভিয়েতনামের মধ্যাঞ্চলে মৌসুমী নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত শুক্রবার থেকে অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ৯ জন। এছাড়া, গৃহহারা হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ।
দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্ধৃতি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কুয়াং নাগি প্রদেশে ৯ জনের প্রাণহানি হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়া, পৃথক কয়েকটি এলাকা থেকে আরও অন্তত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার থেকে দেখা দেওয়া এই বন্যা ১৯৯৯ সালের প্রাণঘাতী বন্যাকেও হার মানিয়েছে। অনেক গবাদি পশু ও বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে জলাধার সুরক্ষায় ১৫টি জলবিদ্যুৎ কেন্দ্র তাদের স্লুইস গেট খুলে দিলে অনেক দ্রুত এসব এলাকায় পানির উচ্চতা বিপদসীমার ওপরে উঠে যায় এবং বন্যা দেখা দেয়।
সরকার নিয়ন্ত্রিত বন্যা ও দুর্যোগ মোকাবেলা কমিটি জানিয়েছে, ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার কারণে এক লাখেরও বেশি বসত বাড়ি ডুবে গেছে। এসব এলাকা থেকে ৮০ হাজার মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, বন্যা উপদ্রুত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাতিল করা হয়েছে বেশি কিছু রেল শিডিউলও।
আবহাওয়া পূর্বাভাস অফিস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাত রোববার বিকেল পর্যন্তও চলতে থাকবে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এইচএ/বিএসকে