ঢাকা: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নাতালে একটি ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে দুই কিশোর নিহত হয়েছে। সহিংসতায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নাতাল শহরের একটি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচের ফলাফল নিয়ে স্থানীয় এবিসি ক্লাব ও সফরকারী এএসএ ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ফ্লাবিও অগাস্টো দ্য কোস্টা লিনদ্রো (১৭) ও ইসমায়েল অ্যাপ্রিগিও টেক্সেরাকে (১৮) গুলি করে হত্যা করা হয়।
সংবাদ সংস্থা ফোলহা দ্য এস পাওলো জানিয়েছে, পৃথক ঘটনায় নিহত দুই কিশোরই স্থানীয় এবিসি ক্লাবের সমর্থক ছিলেন। এছাড়া, এবিসি ক্লাবেরই আরও ৪ সমর্থক গুলিবিদ্ধ হয়ে সান্তা কাতারিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহিংসতার সর্বশেষ এই ঘটনা ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া ব্রাজিলের নিরাপত্তা ব্যবস্থাকেই ফের প্রশ্নবিদ্ধ করলো। এছাড়া, নাতাল শহরের অ্যারেনা দাস দুনাস স্টেডিয়ামেই আগামী বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এইচএ/বিএসকে