ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কারফিউ বলবৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কারফিউ বলবৎ

ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতে কারফিউ বলবৎ রয়েছে। শহরটিতে সম্প্রদায়গত সংঘর্ষের পর শুক্রবার রাতে কারফিউ জারি করা হয়।

শনিবার মধ্যরাত পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকার কথা থাকলেও চার ঘণ্টা বিরতির পর এখনও কারফিউ জারি রয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী পাঞ্জাব সরকারের এক মুখপাত্র রোববার রাওয়ালপিন্ডিতে কারফিউ চলবে বলে ঘোষণা করেছেন। ঘোষণার সময় তিনি শহরবাসীকে বাড়িতে থাকার আহ্বান জানান।
রাওয়ালপিন্ডিতে শুক্রবার আশুরা উপলক্ষে শিয়া মুসলমানেরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হন। আহত হন অনেকেই। কারফিউয়ের পাশাপাশি ১৪৪ ধারাও জারি করা হয়েছে।

শুক্রবারের সংঘর্ষে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া রোববার অনুষ্ঠিত হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই চার ঘণ্টা বিরতির পর আবার শনিবার কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শহরে মোবাইল ফোন সেবাও বন্ধ রাখা হয়। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে জারি করা আইন ও বিধি অনুযায়ী পুনরায় এ সেবা দেওয়া হবে।

রাজধানী ইসলামাবাদেও এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বহির্গমন ফটকে কড়া নিরাপত্তা প্রহরা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে রাজধানীতেও মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আংশিকভাবে রাজধানীতে মোবাইল ফোন সেবা দেওয়া শুরু হয়েছে।

রাওয়ালপিন্ডির পাশাপাশি পাঞ্জাবের মুলতানেও শনিবার সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।