ঢাকা: মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা ও সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন তার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা।
রোববার দেশটির সংবাদ মাধ্যমগুলোকে মাদিকিজেলা জানান, ম্যান্ডেলা এখনও ‘খুব অসুস্থ’ এবং ‘কথা বলতে অক্ষম’।
তবে ম্যান্ডেলা লাইফ সাপোর্টে নেই জানিয়ে তিনি বলেন, ফুসফুস পরিষ্কারে তার মুখের সবগুলো নল ব্যস্ত থাকায় তিনি কথা বলতে পারছেন না।
মাদিকিজেলা জানান, আকার-ইঙ্গিতে ভাব প্রকাশের মাধ্যমে যোগাযোগ করছেন ম্যান্ডেলা। তবে, চিকিৎসকরা তার কণ্ঠস্বর স্বাভাবিক করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
সংবাদ মাধ্যমগুলো বলছে, ম্যান্ডেলার বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে মাদিকিজেলার বক্তব্যে খানিকটা স্ববিরোধিতা পরিলক্ষিত হয়েছে। মুখের সবগুলো নল ব্যস্ত থাকার কারণে ম্যান্ডেলা কথা বলতে পারছেন না বলা হলেও পরের বক্তব্যেই স্ববিরোধী বক্তব্য দিয়েছেন সাবেক স্ত্রী। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্টের কণ্ঠস্বর স্বাভাবিক করার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা।
নল দিয়ে ফুসফুস পরিষ্কার করা হলে এই চিকিৎসা শেষ হওয়ার পর স্বভাবতই ম্যান্ডেলার কণ্ঠস্বর আগের মতো সচল হওয়ার কথা।
তবে, মাদিকিজেলার বক্তব্য যাই হোক, ম্যান্ডেলার সুস্বাস্থ্যের জন্যই এখন কামনা করছেন দেশ-বিদেশের লাখো মানুষ।
উল্লেখ্য, ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় দু’মাস ধরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১ সেপ্টেম্বর বাড়ি ফেরেন ম্যান্ডেলা।
বাড়ি ফিরলেও অবস্থা অপরিবর্তিত হওয়ায় সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ২২ জন চিকিৎসকের সেবা গ্রহণ করছেন তিনি। তার ফুসফুসের অবস্থাও ‘স্থিতিশীল’।
সাবেক স্ত্রী মাদিকিজেলা জানান, ম্যান্ডেলার শয়নকক্ষ রীতিমত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রূপ নিয়েছে। চিকিৎসকরা সাবেক প্রেসিডেন্টকে দ্রুত সারিয়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এইচএ/বিএসকে