ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে ভারী বর্ষণে তিনজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
সৌদিতে ভারী বর্ষণে তিনজনের প্রাণহানি

ঢাকা: ভারী বর্ষণে সৌদি আরবের রাজধানী রিয়াদে কমপক্ষে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।



সৌদিতে শনিবারের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুই পুরুষ ও এক নারীর প্রাণহানি ঘটে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আল হাম্মাদি জানিয়েছেন, বন্যায় আটকে পড়া ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃষ্টির কারণে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক পথ মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ এজন্য রিয়াদ ও এর কয়েকটি উপকণ্ঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।