ঢাকা: শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের অভিযোগের অশুভ ছায়া পড়েছে এ বছরের কমনওয়েলথ সম্মেলনের ওপর। আর এ ছায়ার প্রভাব নিয়েই কলম্বোতে শেষ হচ্ছে আন্তঃসরকার সহযোগিতামূলক সংস্থার এবারের সম্মেলন।
শেষের দিন কমনওয়েলথ নেতারা আশা করছেন, তারা ঋণ ব্যবস্থাপনা ও আবহাওয়া পরিবর্তনের বিষয়ে যৌথ বিবৃতি দেবেন।
তারা আশা করছেন, একটি বিষয়ে একইসাথে কাজ করবে কমনওয়েলথভুক্ত দেশগুলো। অনুন্নত দেশগুলোর আবহাওয়া পরবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর আর্থিক সহায়তার ব্যাপারে কাজ করবে তারা।
শ্রীলঙ্কায় এবারের সম্মেলনে সভাপতিত্ব হস্তান্তর করা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট স্বীকার করেন যে, শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ বিষয়ে আরও কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া তার বন্ধু ও আঞ্চলিক প্রতিবেশীদের ‘ভালো বন্ধু’ হতে চায়।
সামোয়ার প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া পরিবর্তনের বিপদ সম্পর্কে এখন আর কারও কোনো বিভ্রান্তি নেই। আমরা সবাই এর কারণ জানি, সমাধানও জানি। এখন দরকার শুধু রাজনৈতিক সাহস। উন্নত দেশগুলোকে আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে গৃহযুদ্ধ অবসানে তামিল বিরোধী অভিযানের সময় সঙ্ঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের স্বাধীন তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আহ্বানের সমালোচনা করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
যেকোনো ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। রাজাপাকসে বলেছেন, শ্রীলংকার সমালোচনা করার কোনো নৈতিক অধিকার নেই যুক্তরাজ্যের।
শুক্রবার কমনওয়েলথ সম্মেলন শুরুর স্বাগত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা, অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। কিন্তু সেখানে বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ ভিত্তিহীন।
আবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, মার্চের আগে যুদ্ধাপরাধের বিষয়ে একটি তদন্ত গঠন করা শ্রীলঙ্কার সরকারের পক্ষে সম্ভব।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে এই সম্মেলন বয়কট করেছে প্রতিবেশী ভারত, কানাডা ও মরিশাস।
ভারত, কানাডা বা মরিশাসের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ না করলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯টি দেশের সরকার প্রধানরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
এ সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মাহিন্দা রাজাপাকসে সাবেক ব্রিটিশ ঔপনিবেশিক দেশগুলোর সংস্থা কমনওয়েলথের চেয়ারম্যান হতে যাচ্ছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫ সালের পরবর্তী সম্মেলন মাল্টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
কেএইচকিউ/আরকে