ঢাকা: নোবেলজয়ী ব্রিটিশ সাহিত্যিক ডোরিস লেসিং আর নেই। রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার দীর্ঘদিনের বন্ধু ও এজেন্ট জোনাথন ক্লোউস এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৭ সালে ‘দ্য গোল্ডেন নোটবুক’ এর জন্য সাহিত্যে পুরস্কার পান তিনি। আর এর মাধ্যমে সবচেয়ে বেশি বয়স্ক সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জয়ের রেকর্ডও করেন তিনি। সেসময় তার বয়স ছিল ৮৮ বছর।
১৯১৯ সালের ২২ অক্টোবর আজকের ইরানে জন্ম গ্রহণ করেছিলেন তিনি। এরপর তিনি সাউদার্ন রোডেশিয়া (বর্তমান জিম্বাবুয়ে) যান। ১৯৪৯ সালে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বাস শুরু করেন।
ফিকশন, নন-ফিকশন ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতা মিলে তার কর্মের সংখ্যা ৫০টিরও বেশি। দ্য গোল্ডেন নোটবুক, মেমোইরস অব অ্যা সার্ভিভর ও দ্য সামার বিফর দ্য ডার্ক তার জীবনের অনন্য কাজের মধ্যে অন্যতম।
১৯৫০ সালে দ্য ‘গ্রাস ইজ সিংগিং’ দিয়ে তার ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ। ১৯৬২ সালে দ্য গ্লোডেন নোটবুক লিখে সাড়া ফেলে দেন তিনি।
নোবেল বিজয়ী হিসেবে ঘোষণার সময় সুইডিশ একাডেমি তাকে সংশয়বাদী, দৃঢ় এবং দূরদৃর্ষ্টি সম্পন্ন হিসেবে উল্লেখ করেন।
সুইডিশ অ্যাকাডেমি বিংশ শতাব্দির নারী-পুরুষ সম্পর্ক নিয়ে হাতে গোনা কয়েকটি কাজের মধ্যে ‘অগ্রদূত’ হিসেবে উল্লেখ করে তার দ্য গ্লোডেন নোটবুককে। তবে এখন লেখক হিসেবে তিনি নারী বাদী আন্দোলনকে নিজেকে দূরে রেখেছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা/আপডেটেড: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এসএফআই/আরকে