ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ব্যাসেলেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
চিলির প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ব্যাসেলেট

ঢাকা: চিলির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ধারণা করা হচ্ছে, চিলির গত ৫০ বছরের ইতিহাসে সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিশেল ব্যাসেলেট দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে চলেছেন।



ভোটকেন্দ্রের প্রাথমিক খবর অনুযায়ী ব্যাসেটের নিকট প্রতিদ্বন্দ্বি ডানপন্থী প্রার্থী ইভলিন ম্যাথেইর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

তবে দ্বিতীয় রাউন্ডের নির্বাচনের জন্য আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ব্যাসেলেট ও ম্যাথেই ছোটবেলার বন্ধু। তবে তারা অগাস্টো পিনোসেটের স্বৈরশাসনের সময় একে অপরের থেকে আলাদা হন।

চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণ নেওয়া ব্যাসেলেট দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

ব্যাসেলেট তার নির্বাচনী প্রচারণায় ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান কমানোর আশ্বাস দিয়েছেন।

লাতিন আমেরিকার অন্যতম ধনী দেশ চিলি। কিন্তু উন্নত স্বাস্থ্য ও শিক্ষার অগ্রগামীতার জন্য দেশটিতে আন্দোলন করেছে বিক্ষোভকারীরা।

৬২ বছর বয়সী ব্যাসেলেট নির্বাচনী প্রচারণায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য কর বৃদ্ধি করার কথা বলেছেন। পিনোসেটের স্বৈরশাসন পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের আশ্বাসও দেন তিনি। ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চিলিতে স্বৈরশাসন চালান পিনোসেট।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।