ঢাকা: লিবিয়া উপ গোয়েন্দা প্রধান মুস্তাফা নূহকে অপহৃত হয়েছেন। তাকে ত্রিপোলির বিমানবন্দর থেকে অপহরণ করা হয়।
ত্রিপোলিতে মিলিশিয়া গোষ্ঠীর উপস্থিতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের মধ্যে গোয়েন্দা বিভাগের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা অপহরণের ঘটনা ঘটল।
দু’দিন ব্যাপী সংঘর্ষে ৪০ জনের বেশি জন নিহত ও শত শত লোক আহত হওয়ার পর ওই ধর্মঘট ডাকা হয়। দুর্বল কেন্দ্রীয় সরকার স্থানীয় শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে।
বছর দুয়েক আগে দীর্ঘ দিনের শাসক কর্নেল মুয়াম্মর গাদ্দাফির পতনে বড় ধরনের ভূমিকা রেখেছিল এ মিলিশিয়ারা। কিন্তু এখন তারা অস্ত্র জমা দিতে নারাজ।
নূহকে অপহরণ করার দায় এ পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপহরণ করা হচ্ছে।
গত অক্টোবরে বন্দুকধারীরা প্রধানমন্ত্রী আলি জেইদানকে জিম্মি করে রাখে। তবে কয়েক ঘণ্টা পর তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেন।
ত্রিপোলি থেকে মিলিশিয়াদের উৎখাতের জন্য চেষ্টাকারীদের সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষ করছেন অনেকে। ত্রিপোলির স্থানীয় কাউন্সিল মিলিশিয়াদের স্থান ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে তিন দিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এসএফআই/জিসিপি