ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫০

ঢাকা: রাশিয়ার পূর্বাঞ্চলীয় কাজান শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মস্কো থেকে বোয়িং ৭৩৭ বিমানটি স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে কাজান শহরের বিমানবন্দরে বিধ্বস্ত হয়।



মস্কোর দমোদেদোভো বিমানবন্দর থেকে উড্ডয়ন করা স্থানীয় তাতারস্তান এয়ারলাইন্সের ইউ ৩৬৩ ফ্লাইটটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করে ও রানওয়ের মাটি ছোঁয়ার সাথে সাথে বিধ্বস্ত হয়।  

নিহতদের মধ্যে ৪৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু রয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে রাশিয়ান রিপাবলিক অব তাতারস্তানের প্রেসিডেন্টের পুত্র ইরেক মিনিখানভ এবং তাতারস্তান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার আন্তোনভও রযেছেন বলে জানা গেছে। এছাড়া দু‘টি শিশুও মারা গেছে দুর্ঘটনায়।

মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিন। ‍

এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে একটি তদন্ত কমিশন গঠন করা হচ্ছে বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর প্রভাবে বিমানটির ফুয়েল ট্যাংক বিস্ফোরিত হয়। দুর্ঘটনার পরপরই কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

তেলসমৃদ্ধ রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান মস্কো থেকে ৭২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩/আপডেটেড: ১৩৩০ ঘণ্টা
আরআই/কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।