ঢাকা: সিরিযার রাজধানী দামেস্কের নিকটবর্তী একটি সরকারি ভবনে বোমা বিস্ফোরণে উচ্চপদস্থ চার সামরিক কর্মকর্তা সহ কমপক্ষে ৩১ জন বাশার আল আসাদ অনুগত সেনা নিহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রোববার রাতে দামেস্কের উত্তরপূর্বে অবস্থিত হারসাতায় এ বিস্ফোরণ সংঘটিত হয়।
মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, সিরীয় সেনাবাহিনীর তিনজন জেনারেল ও একজন ব্রিগেডিয়ার জেনারেল এ হামলায় প্রাণ হারিয়েছে।
ওই ভবনটি সিরীয় সেনাবাহিনীর পরিবহন ঘাঁটি হিসেবে ব্যবহার হতো।
ধারণা করা হচ্ছে ওই ভবনে বাহিরে থেকে এনে অথবা সুরঙ্গের মাধ্যমে ভবনের নিচে স্থাপন করা হয়েছে বোমাটিকে। ।
এদিকে সিরীয় বিদ্রোহীদের গ্রুপ দিরেহ আল আসমাহ ব্রিগেড এ হামলার দায় স্বীকার করেছে।
ঠিক কোন ধরনের বিস্ফোরক এই বোমা তৈরিতে ব্যবহার হয়েছে তা জানা না গেলেও বিস্ফোরণে ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে।
উল্লেখ্য, হারাসতার বেশিরভাগ এলাকা সরকারের নিয়ন্ত্রণে থাকলেও বিদ্রোহীরা গৃহযুদ্ধের শুরু থেকেই এ এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
আরআই/জিসিপি