ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীত নামছে কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
শীত নামছে কলকাতায়

কলকাতা: কলকাতার মানুষ সোমবারই শীতের আমেজ পেতে যাচ্ছেন। অর্থাৎ কিনা  দুয়ারে শীত নাড়তে চলেছে।



ক্যালেন্ডারের পাতায় বাংলাদেশে এদিন (১৭ নভেম্বর) ৩ অগ্রহায়ণ আর ভারতে ১ অগ্রহায়ণ। কলকাতায় সচরাচর শীত নামে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। এবার তার ব্যত্যয় ঘটিয়ে শীত নেমে আসছে নভেম্বরের মাঝামাঝি সময়েই।    

কলকাতা আবহাওয়া দফতর জানিয়েছে, অন্য বছরের থেকে এবার কিছুটা আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তবে কলকাতাসহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের তীব্রতা অনুভূত হবে। তাপমাত্রা কমে দাঁড়াবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ সময় উত্তরের হাওয়াও বইবে।

এ বছর বর্ষা একটু বেশি সময় ধরেই ছিল। টানা বৃষ্টিতে নাজেহাল হয়েছেন রাজ্যবাসী। বর্ষায় পশ্চিমবঙ্গ রাজ্যে এবার শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যান্যবার এ সময়ে বেগুন, পটল, ঝিঙ্গা, বরবটি, সীম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, পেয়াজ কলিসহ সব ধরনের শাক প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকার মধ্যে পাওয়া যেত। কিন্তু এবার এবার বর্ষার কারণে দাম বেড়ে গেছে সবকিছুর। এবার এসব শাকসবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা করে।

কাশ্মীরে কিছু আগেই শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে। উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে তুষারপাত হচ্ছে। আর তার জের ধরেই কমছে পশ্চিবঙ্গের তাপমাত্রা।
 
তাপমাত্রা কমলেও সোমবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। নেই বৃষ্টির কোনো পূর্বাভাসও। এখন শুধু খেজুরের গুড়, কমলা লেবুর গন্ধে মাতোয়ারা হওয়ার পালা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
এসএস/কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।