ঢাকা: চিলির প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিশেল ব্যাসেলেট। তিনি শতকরা ৪৭ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববারের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণের দ্বিতীর রাউন্ড অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। প্রথম রাউন্ডে জয়ী হলেও অধিকাংশ ভোট গণনা শেষে ফলাফলে একক আধিপত্য নিশ্চিত করতে পারেননি ৬২ বছর বয়সী ব্যাসেলেট।
হেরে গিয়েও ম্যাথেই টুইট করেছেন, দ্বিতীয় অবস্থানে থাকাও সন্দেহাতীতভাবে একটি বড় জয়। এর আগে অনেকেই সন্দেহ করেছিলেন আমরা এ অবস্থানে আসতে পারব কি না, কিন্তু এখন আমরা এ অবস্থানে।
চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণ নেওয়া ব্যাসেলেট দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন পদত্যাগ করেন তখনও বেশ জনপ্রিয় ছিলেন। তবুও পরপর দুইবারতার পদে বহাল থাকার ব্যাপারে সাংবিধানিক নিষেধাজ্ঞা ছিল। তবে ধারণা করা হচ্ছে, চিলির গত ৫০ বছরের ইতিহাসে ব্যাসেলেট দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে চলেছেন।
ব্যাসেলেট ও ম্যাথেই ছোটবেলার বন্ধু। তবে তারা অগাস্টো পিনোসেটের স্বৈরশাসনের সময় একে অপরের থেকে আলাদা হন। ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চিলিতে স্বৈরশাসন চালান পিনোসেট।
ব্যাসেলেট তার নির্বাচনী প্রচারণায় ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান কমানোর আশ্বাস দিয়েছেন।
লাতিন আমেরিকার অন্যতম ধনী দেশ চিলি। কিন্তু উন্নত স্বাস্থ্য ও শিক্ষার অগ্রগামীতার জন্য দেশটিতে আন্দোলন করেছে বিক্ষোভকারীরা।
৬২ বছর বয়সী ব্যাসেলেট নির্বাচনী প্রচারণায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য কর বৃদ্ধি করার কথা বলেছেন। পিনোসেটের স্বৈরশাসন পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের আশ্বাসও দেন তিনি।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
কেএইচকিউ/বিএসকে