ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত দুই শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত দুই শিশু

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে।

সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সোমবার একটি পরিবার গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে ওই পরিবারের দুই শিশু নিহত হয়।

কেনাকাটার জন্য ওই পরিবার জাবুলের রাজধানী কালাতে এসেছিলেন। বিস্ফোরণে ওই শিশুদের বাবাসহ আরেক শিশু আহত হয়।

এ ঘটনার একদিন আগে রোববার দেশটির কান্দাহার প্রদেশ থেকে ছয় ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

প্রথমে ওই ছয় ব্যক্তিকে সরকারি ঠিকাদার বলে সন্দেহ করা হলেও পরে তাদের পুলিশ সদস্য বলে শনাক্ত করা হয়।

জাবুল প্রদেশের সহকারী গভর্নর মোহাম্মদ জান রাসুলিয়ার বলেন, নিহতদের ঠিকাদার বলে সন্দেহ করা হয়েছিল কারণ তাদের শরীরে সাধারণ পোশাক ছিল। ওই পুলিশ সদস্যরা জাবুল থেকে কয়েকদিন আগে নিখোঁজ হন।
জঙ্গি সংগঠিন তালেবানের সদস্যরা ওই পুলিশ সদস্যদের জাবুল থেকে অপহরণ করে কান্দাহার নিয়ে যায় । সেখানেই তাদের লাশ পাওয়া যায়।

এদিকে, জাবুলের মুখপাত্র জানান, সোমবার তালেবানের জন্মস্থল কান্দাহার থেকে বিস্ফোরকদ্রব্য বহনকারী একটি ট্রাক্টর আটক করে পুলিশ।

পুলিশ পাকিস্তান সীমান্তের কাছে ট্রাক্টরটি আটক করার সময় তালেবানের সাথে একটি বন্দুকযুদ্ধ হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।