ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর শীর্ষ নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, নভেম্বর ১৮, ২০১৩
সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর শীর্ষ নেতার মৃত্যু

ঢাকা: সিরিয়ার বিদ্রোহী বাহিনীর শীর্ষ এক কমান্ডারের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন বিদ্রোহী বাহিনীর তাওহীদ ব্রিগেডের এক মুখপাত্র।

ওই মুখপাত্র বলেন, তাওহীদ ব্রিগেড প্রধান আব্দুল কাদির আল-সালেহ রোববার রাতে মারা গেছেন।

 

আব্দুল কাদির বৃহস্পতিবার আলেপ্পোতে বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রিত বিমান ঘাঁটিতে সরকারি বাহিনীর বিমান হামলার সময় আহত হন। সে আঘাত থেকেই তার মৃত্যু ঘটেছে। গত সপ্তাহেও হাসপাতালে তার শারীরিক অবস্থা ভালোর দিকে ছিল। সাবেক ব্যবসায়ী আব্দুল কাদির হাজ্জি মারেয়া নামেও পরিচিত ছিলেন।

তাওহীদ ব্রিগেডের রাজনৈতিক নেতা আব্দুল আজিজ সালামাকে ব্রিগেডের নতুন কমান্ডার নির্বাচিত করা হয়েছে।

২০১২ সালে লিয়া আল-তাওহীদ সশস্ত্র দলটি গঠিত হয়। দলটি এখন আলেপ্পোতে অত্যন্ত সক্রিয়। ধারণা করা হয়, সশস্ত্র দলটিতে ৮ থেকে ১০ হাজার যোদ্ধা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
কেএইচকিউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ