ঢাকা: সিরিয়ার বিদ্রোহী বাহিনীর শীর্ষ এক কমান্ডারের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন বিদ্রোহী বাহিনীর তাওহীদ ব্রিগেডের এক মুখপাত্র।
ওই মুখপাত্র বলেন, তাওহীদ ব্রিগেড প্রধান আব্দুল কাদির আল-সালেহ রোববার রাতে মারা গেছেন।
আব্দুল কাদির বৃহস্পতিবার আলেপ্পোতে বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রিত বিমান ঘাঁটিতে সরকারি বাহিনীর বিমান হামলার সময় আহত হন। সে আঘাত থেকেই তার মৃত্যু ঘটেছে। গত সপ্তাহেও হাসপাতালে তার শারীরিক অবস্থা ভালোর দিকে ছিল। সাবেক ব্যবসায়ী আব্দুল কাদির হাজ্জি মারেয়া নামেও পরিচিত ছিলেন।
তাওহীদ ব্রিগেডের রাজনৈতিক নেতা আব্দুল আজিজ সালামাকে ব্রিগেডের নতুন কমান্ডার নির্বাচিত করা হয়েছে।
২০১২ সালে লিয়া আল-তাওহীদ সশস্ত্র দলটি গঠিত হয়। দলটি এখন আলেপ্পোতে অত্যন্ত সক্রিয়। ধারণা করা হয়, সশস্ত্র দলটিতে ৮ থেকে ১০ হাজার যোদ্ধা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
কেএইচকিউ/এসআরএস