কলকাতা: ভারতের হাওড়া স্টেশনে ওভারহেড তার ছিড়ে পড়ায় বেশ কিছু লোকাল এবং দূর পাল্লার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ কারণে ভারতের দূরপাল্লার বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়।
সোমবার দুপুর দেড়টা দিকে প্ল্যাটফর্মে ঢোকার সময় ডাউন ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে জড়িয়ে ওভারহেড তার ছিড়ে যায়৷
এতে মেন লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। হাওড়া স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন ঢুকতে বা বেরোতে পারছে না।
বেশ কিছু দূরপাল্লা ও লোকাল ট্রেন হাওড়া স্টেশনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে।
অন্য দিকে ট্রেনের জন্য হাওড়া সেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্য ক্ষোভের সঞ্চার হয়।
কর্ড লাইন দিয়ে কিছু ট্রেন স্টেশনের থেকে বের করানো হচ্ছে। স্টেশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
ভিএস/টিএকে/জেসিকে