ঢাকা: আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত। নাম শুনলেই কেমন যেন অজানা ভয় গ্রাস করে ফেলে।
এটি ইউরোপের সক্রিয় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের অপরূপ দৃশ্য। এর লাভায় উত্তোলন দেখে কেউ মনে করবে হয়তো কোন শিল্পী নিজ হাতে এটি একে দিয়েছেন। অথবা দূর থেকে দেখলে মনে হতে পারে কেউ হয়ত পাহাড়ের চূড়ায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনের লেলিহিন শিখা চারদিকে ছড়িযে পড়ছে।
কিন্তু গত শনিবারের এই বিরল দৃশ্যটি কোন ফটোশপ কিংবা পরিকল্পিত আলোকসজ্জা নয়। এটি প্রকৃতিরই এক নিদারুণ খেলা।
মাউন্ট ইটনা নামে এই আগ্নেয়গিরিটি সিসিলি দ্বীপে অবস্থিত। তবে এসময় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কাউকে আশপাশ এলাকা ত্যাগ কিংবা কারো বাড়ির ভেতরে লাভা প্রবেশ করেনি। এর আগে ১৯৯২ সালে এরকম আরেকটি বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
কেএইচ/জেসিকে