ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাজপেয়ীকে ভারতরত্ন দেবার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
বাজপেয়ীকে ভারতরত্ন দেবার দাবি

নয়াদিল্লি: শচীন টেন্ডুলকার, বিজ্ঞানীকে সিএনআর রাও এর ভারতরত্ন প্রাপ্তির ঘোষণার পর এবার সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেবার দাবি উঠলো।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী  ফারুখ আবদুল্লা এই দাবি তোলেন।



এছাড়াও নাম উঠে এসেছে হকির জাদুকর ধ্যানচাঁদ, সমাজতাত্ত্বিক নেতা রামমোনহর লহিয়া, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী কাপুরি ঠাকুর এর মত বিখ্যাত ব্যক্তিদের।

তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি অটল বিহারী বাজপেয়ী’র নাম উঠে আসা প্রসঙ্গে জানিয়েছেন, এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিচার করা উচিৎ।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার অটল বিহারী বাজপেয়ী এবং রামমোনহর লহিয়া‘র ভারতরত্ন মনোনয়নের বিষয়টিও ওপর খুবই জোর দিয়েছেন।

অনেক আগেই এই নামগুলো বিবেচনার মধ্যে আনা উচিৎ ছিল বলে মত প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯,২০১৩  
ভাস্কর/আরআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।