ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় বিমান থেকে ২৪ কেজি সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩

কলকাতা: কলকাতায় একটি বেসরকারি বিমানের টয়লেট থেকে ২৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ৮ কোটি রুপি।



সোমবার রাতে এই সোনার সন্ধান পান বিমান বন্দরের একজন কর্মী।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার রাতে বিহারের পাটনা থেকে একটি বেসরকারি সংস্থার বিমান কলকাতায় আসে। সেই বিমান থেকেই এ সোনা উদ্ধার করা হয়েছে।

যাত্রীরা নেমে যাওয়ার পর কর্তব্যরত এক বিমানকর্মী টয়লেট পরিষ্কার করতে যান। সেসময় ভিতরে লুকিয়ে রাখা ২৪ কেজি সোনা দেখতে পান তিনি।

খবর পেয়ে সিআইএসএফ ও শুল্ক দফতরের কর্মকর্তারা গিয়ে সোনা উদ্ধার করেন। কে বা কারা এই বিপুল পরিমাণ সোনা নিয়ে যাচ্ছিল তা এখনও নিশ্চিত করে জানতে পারেনি সিআইএসএফ বা শুল্ক দফতর।

তবে তারা নিশ্চিত, পাচার করার জন্যই ওই ২৪ কেজি সোনা নিয়ে আসা হয়েছিল৷ শেষপর্যন্ত কোনো কারণে সোনা বিমান থেকে বের করতে পারেনি পাচারকারীরা। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩  
ভিএস/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।