ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সার্দিয়ানা দ্বীপে ঘূর্ণিঝড়-বন্যায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
সার্দিয়ানা দ্বীপে ঘূর্ণিঝড়-বন্যায় ১৬ জনের মৃত্যু

ঢাকা: ভূমধ্যসাগরের ইতালির শাসনাধীন সার্দিয়ানা দ্বীপে ঘূর্ণিঝড় ও এর ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। অনেক লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।



ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি। ভেসে গেছে রাস্তায় গাড়ি এবং ভেঙে গেছে সেতু। ঘূর্ণিঝড় ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর অলবিয়া।

ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা ঘূর্ণিঝড় ও বন্যাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে ঘোষণা করেছেন। ধারণা করা হচ্ছে, জরুরি অবস্থায় ঘোষণা হতে পারে।

দ্বীপটির উত্তরাঞ্চলের আরজাচেনা শহরে বেসমেন্ট ফ্ল্যাটে পানিবন্দী হয়ে ব্রাজিলীয় একটি পরিবারের ৪ জন ‍মারা যান। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অলবিয়া শহরের কাছে রাস্তার সেতু ভেঙে তিনজন মারা গেছেন। বন্যার পানিতে ভেসে থাকা একটি গাড়ি থেকে এক মা ও তার মেয়েকে গাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
একটি অ্যাম্বুলেন্সকে যাওয়‍ার পথ করে দেওয়ার সময় সেতু ভেঙে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন বলে জানা গেছে।

জানা গেছে, কোথাও কোথাও বন্যার পানি ১০ ফুট উঠেছে।

ঘূর্ণিঝড় ক্লিওপেট্রার ‍ক‍ারণে সৃষ্ট বন্যায় বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে ভূমধ্যসাগরীয় দ্বীপটির শত শত পরিবার।

সার্দিয়ানার সিভিল প্রটেকশন অথরিটির কর্মকর্তা গিওরগিও সিকালো বলেছেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। এর আগে আমরা এমন বড় পরিস্থিতির মুখোমুখি হয়নি। সম্ভবত কয়েক দশকের মধ্যে এটি পুরো দ্বীপের সবচেয়ে বিপর্যয়। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।