ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সলিল চৌধুরীর জন্মদিনে মমতার শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
সলিল চৌধুরীর জন্মদিনে মমতার শ্রদ্ধা

কলকাতা: সঙ্গীত পরিচালক-সুরকার সলিল চৌধুরীর ৯১তম জন্মদিনে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াত সুরকারের স্ত্রী সবিতা চৌধুরী, কন্যা সংগীতশিল্পী অন্তরা চৌধুরী ও ছেলে সুকান্ত চৌধুরী।



মুখ্যমন্ত্রী সলিল চৌধুরীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

তিনি বলেন, সলিল চৌধুরী বাংলা গানের স্বর্ণ যুগের অন্যতম অংশীদার। শুধু বাংলা বা হিন্দি নয় তিনি অনেকগুলো ভারতীয় ভাষায় সঙ্গীত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সলিল চৌধুরী নির্মিত বিভিন্ন গান পরিবেশন করা হয়। আয়োজনে উপস্থিত হয়েছিলেন সঙ্গীত জগতের বিখ্যাত শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
ভিএস/এএইচএস/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।