ঢাকা: আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলের পাক্তিকা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের সাত শিশু নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
সোমবারের এ বিস্ফোরণের ঘটনায় ওই পরিবারের আরও তিন শিশু আহত হয়। তাদের সবার বয়স সাত থেকে ১২ বছর এবং তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানান প্রদেশ সরকারের মুখপাত্র মোখলিস আফগান।
তিনি জানান, বোমা বিস্ফোরণের সময় ওই শিশুরা তাদের বাড়ির পাশের রাস্তায় খেলছিল।
ওই একই দিন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা আরেকটি বোমা বিস্ফোরণে দুই শিশু নিহত হয়।
ওই শিশুদের পরিবার গাড়িতে করে যাওয়ার সময় বিস্ফোরণের শিকার হন। কেনাকাটার জন্য ওই পরিবার জাবুলের রাজধানী কালাতে এসেছিলেন। বিস্ফোরণে ওই শিশুদের বাবাসহ আরেক শিশু আহত হয়।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
কেএইচকিউ/আরকে