নিউইয়র্ক: দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি পৃথক পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে নিউইয়র্কে।
কেন্দ্রীয় বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে একদিকে আব্দুল লতিফ সম্রাট, ডা. মজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদের নেতৃত্বাধীন নিউইয়র্ক সিটি বিএনপি একটি গ্রুপ অন্যদিকে সরাফত হোসেন বাবু ও বেলাল মাহমুদের নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ বিএনপি’র ৩৪ সংগঠনের নামে বিক্ষোভ সমাবেশ করেছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, ডা. মজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা বক্তব্য রাখেন।
অন্যদিকে সরাফত হোসেন বাবু ও বেলাল মাহমুদ পালকি পার্টি হলে তাদের প্রতিবাদ সভা করেছে। জসিম উদ্দীন ভুইয়া সাখাওয়াত হোসেন আযমসহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২১০৩
এমজেএফ/আরকে