ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় এইউ ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
সোমালিয়ায় এইউ ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১০

ঢাকা: সোমালিয়ার ইথিওপিয়ার সীমান্তের কাছে বেলেদেনে শহরে আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে ঘাঁটিটি মূলত জিবৌতি বাহিনী ও পুলিশ সদস্যদের ছিল।


প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ফটক দিয়ে ঘাঁটিতে প্রবেশ করার পর বিস্ফোরিত হয়। পরে বন্দুকধারীরা ওই ভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলায় দায় স্বীকার করে নিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান সংগঠনটির মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব।

জাতিসংঘ ও এইউর ১৮ হাজার সেনা সদস্য একটি যৌথ অভিযান চালিয়ে সোমালিয়ার প্রধান শহরগুলোকে আল-শাবাবমুক্ত করলেও দেশটির দক্ষিণাঞ্চলের একটা বড় অংশের নিয়ন্ত্রণ এখনও আল-শাবাবের হাতে।

পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের আলি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এ বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

আল-শাবাবের কম্যান্ডার বলেন, আল-শাবাবের বিশেষ কম্যান্ডো বাহিনী এ অভিযান চালায়।

গত মাসে বেলেদেনের একটি ক্যাফেতে আল-শাবাবের আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হন। বেলেদেনে রাজধানী মোগাদিশু থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।