ঢাকা: পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে ভারতীয় চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে কিছু শর্তও আরোপ করা হয়েছে।
প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও টিভি অনুষ্ঠান উপস্থাপক মুবশির লুকমানের করা একটি পিটিশনের জবাবে এই আদেশ জারি করেন লাহোর হাইকোর্টের বিচারপতি খালিদ মাহমুদ।
পিটিশনের অভিযোগে চলচ্চিত্র প্রযোজক লুকমান বলেন, ভারতীয় সব ছবিই নিজ দেশের সংস্কৃতির বাহক। এসব চলচ্চিত্র আমাদের দেশজ সংস্কৃতিকে বিনষ্ট করছে। এর বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, পাকিস্তানি বা বিদেশি নাগরিক চলচ্চিত্র প্রযোজক বলে ভুয়া প্রচারণা চালিয়ে এ দেশে ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেওয়া হচ্ছে।
নিজের অভিযোগের যথার্থতার পক্ষে আদালতের একটি নির্দেশনামাও উপস্থাপন করেন লুকমান।
আদালত লুকমানের অভিযোগের জবাবে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেন, যেসব ভারতীয় চলচ্চিত্র কোনো পাকিস্তানি নাগরিক বা বিদেশি নাগরিক দ্বারা প্রযোজিত অথবা পরিচালিত হবে না, সেসব চলচ্চিত্র প্রদর্শন না করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে।
এই আদেশের জবাব দিতে আগামী ২৫ নভেম্বরের শুনানিতে অংশ নেওয়ার জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, সোমবারই অতিমাত্রায় ভারতীয় অনুষ্ঠান দেখানোয় ১০টি টেলিভিশন চ্যানেলকে এক কোটি রুপি জরিমানা করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
এইচএ/আরআইএস