কলকাতা: নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর লক্ষ্যে কলকাতায় চলাচলকারী বাসগুলোতে গোপন ক্যামেরা বসানো হচ্ছে।
পরিবহন বিভাগের বিশেষ কন্ট্রোল রুম ছাড়াও এই ক্যামেরার মাধ্যমে কলকাতা পুলিশ সরাসরি নজরদারি করবে।
খুব শিগিরিই এ ব্যবস্থা কার্যকর করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যবস্থার ফলে কলকাতার পরিবহনে নারীদের সঙ্গে অশালীন আচরণের লাগাম টানা যাবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই প্রকল্পটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ সংগঠিত হয়েছিলো। সম্প্রতি সময়গুলোতে কলকাতাতেও এ ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়া যায়।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুধু যানবাহনে নারীদের নিরাপত্তা বিষয়েই নয়, বরং এ ব্যবস্থা চালু হলে বিভিন্ন অপরাধের তদন্তেও বেশ কিছুটা সুবিধে হবে।
২০১২ সালে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড যথেষ্ট অস্বস্তির মুখে ফেলেছিল রাজ্য সরকারকে। এছাড়াও ট্যাক্সিতেও নারীদের সঙ্গে অশালীন আচরণের বহু অভিযোগ নথিভুক্ত হয়।
পরিবহন বিভাগ আগামীতে ট্যাক্সিতেও এ নজরদারি চালু করবে বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যে গোটা কলকাতা শহরে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় গোপন ক্যামেরা বসানো হয়েছে। ভবিষতে সাধারণ পরিবহনে এ ব্যবস্থা করা হলে নিরাপত্তা কয়েক গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
ভিএস/টিএকে/আরকে