ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বিপণিকেন্দ্রের ছাদ ধসে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
দক্ষিণ আফ্রিকায় বিপণিকেন্দ্রের ছাদ ধসে নিহত ১

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় আংশিক নির্মিত একটি বিপণিকেন্দ্রের ছাদ ধসে কমপক্ষে একজন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ ঘটনায় কমপক্ষে ৫০ জন ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছেন।

মঙ্গলবার পূর্ব উপকূলীয় ডারবানের নিকটবর্তী টোংগাত শহরে এ দুর্ঘটনা ঘটে। ছাদ ধসে পড়ার সময় বিপণিকেন্দ্রটির নির্মাণ কাজ চলছিল।

প্রত্যক্ষদর্শী ফিয়োনা মুনিল তার রান্নাঘরের জানালা দিয়ে ভবন ধসটি প্রত্যক্ষ করেন। তিনি বলেন, এটা এমন মনে হল যেন আপনি ডিনামাইট দিয়ে ভবনটি উড়িয়ে দিচ্ছেন। ওই সময় ভয়ানক শব্দ হচ্ছিল।

পুলিশের মুখপাত্র ম্যান্ডি গভেন্দার বলেন, ধসের ঘটনায় একজন নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। ধ্বংসস্তূপ থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখনও যারা ধ্বংসাবশেষের মধ্যে আটকা রয়েছেন তাদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক।
ওই এলাকার ডেপুটি মেয়র নমভুজো শাবালালা বলেন, ভবন ধসের কারণ এখনও পরিষ্কার নয়। তবে তিনি মনে করছেন, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি।

স্থানীয় দুর্যোগ তৎপরতা কেন্দ্রের মুখপাত্র ক্রিস বোথা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে তবে এখনও হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।